নারায়ণগঞ্জে অক্সিজেন, ডাক্তার- নার্স সংকট নিয়ে মেয়র আইভির উদ্বেগ
নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে চিকিৎসক-নার্স ও অক্সিজেনের সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জেলায় করোনা সংক্রমণ হার দ্রুত বাড়তে পারে জানিয়ে, এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এখানে অক্সিজেনের অভাব, ডাক্তার নার্স নাই- এগুলো যেন দ্রুত করা হয় সেজন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। শুধু নামে করোনা হাসপাতাল যেন না হয়। কারণ যেহেতু সব দোকানপাট খুলে দেওয়া হয়েছে সেহেতু সংক্রমণের হারও দ্রুত বাড়তে পারে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে অল্প পরিসরে দোকানপাট খুলে দেওয়া হলেও নারায়ণগঞ্জে কীভাবে মানুষকে রক্ষা করব, সামাজিক দূরত্ব কীভাবে মানা হবে সেটি আমার বোধগম্য না। একমাত্র উপরওয়ালা ছাড়া আমাদের কিছু করার আছে কি না জানি না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। নতুবা আমাদের বিপর্যয় ঘটবে। ফুটপাত হকারমুক্ত রাখা প্রয়োজন। কারণ সেখানে ১০-২০ জন লোক একসাথে গিয়ে দাঁড়াচ্ছে।’
সিটি করপোরেশনের ৩টি মেডিকেল টিম খুব ভালোভাবে কাজ করছে জানিয়ে মেয়র আইভী বলেন, ‘এর মধ্যে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ব্র্যাকের সহযোগিতায় দুটি বুথ স্থাপিত হয়েছে। সেখানে আমরা প্রতিদিন স্যাম্পল কালেকশন করলেও ঠিকমত রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তার পরেও আমাদের কার্যক্রম চলছে। আমরা সবার সহযোগিতা চাইছি।’
রোববার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জে ৪৩১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১২৮১ জনের করোনা পজেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ৫৫। সুস্থ হয়েছেন ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের নমুনা সংগ্রহ করে ৮৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। যাদের মধ্যে দুজন মারা গেছেন।
Comments