ফরিদপুরে একই পরিবারের ৫ জনসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে একই পরিবারের পাঁচ জনসহ আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর ৩২ জন করোনা শনাক্ত হলো।
আজ রবিবার ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ যে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে তার পাঁচ জন একই পরিবারের সদস্য। এই পরিবারটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী ও এক ভাইয়ের ছেলে আছেন। এক ভাইয়ের স্ত্রী সম্প্রতি ঢাকার গেণ্ডারিয়া থেকে ফরিদপুরে আসেন। তিনি আগেই করোনা আক্রান্ত ছিলেন। তার সংস্পর্শে আসায় ওই পরিবারের এই পাঁচ সদস্যরও করোনা শনাক্ত হলো।
ওই পরিবারের বাইরে ফরিদপুরে আরও এক যুবকের করোনা শনাক্ত হয়েছে আজ।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে আজ ছয় জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হলো। এই ৩২ জনের মধ্যে বোয়ালমারীতে ১০, ফরিদপুর সদরে সাত, নগরকান্দায় পাঁচ, ভাঙ্গায় তিন, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় ও সদরপুরে দুই এবং মধুখালীর এক জন আছেন। এরমধ্যে ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ইউনিয়নের ওই বাড়িটি আগেই লকডাউন করা হয়েছে। রবিবার সদরপুরের ঢেউখালী ইউনিয়নের বাড়িটিও লকডাউন করা হয়েছে।
Comments