যুক্তরাজ্যে আটকেপড়া ১১৪ বাংলাদেশি নাগরিক ফিরেছেন
যুক্তরাজ্যে আটকেপড়া ১১৪ বাংলাদেশি নাগরিক আজ সোমবার সকালে লন্ডন থেকে ঢাকা ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ বিভাগ) তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ৯টা ৪০ মিনিটে ১১৪ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
করোনাভাইরাস সংক্রমণের কারণে ঢাকা ও লন্ডনের মধ্যে উড়োজাহাজ যোগাযোগ স্থগিত হওয়ায় তারা যুক্তরাজ্যে আটকে পড়েছিলেন।
এর আগে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড বিমান- বিজি-৪০৪১ বাংলাদেশি নাগরিকদের নিয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (যুক্তরাজ্য সময়) লন্ডন ছাড়ে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হিথ্রো বিমানবন্দরে দেশে ফেরত আসা যাত্রীদের বিদায় জানান।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকাবাহী ও বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) কর্তৃক চার্টার্ডে পরিচালিত এ ফ্লাইটটির ব্যবস্থা করে।
হাইকমিশনার তাসনিম বলেন, ‘এ বিমানটি পরিচালনা করার উদ্যোগ নেওয়ায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’
তিনি জানান, প্রাথমিকভাবে ২০০ জনেরও বেশি শিক্ষার্থী বুকিং দিলেও বাংলাদেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার ভয়ে অনেকেই শেষ মুহূর্তে তাদের বুকিং বাতিল করেছেন।
Comments