লালমনিরহাট ও কুড়িগ্রামে ৩ জনের করোনা শনাক্ত

লালমনিরহাট ও কুড়িগ্রামে হাসপাতালের এক কর্মী ও আট বছরের শিশুসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় ও কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে লালমনিরহাট সদর হাসপাতালের এক কর্মী ও আদিতমারী উপজেলার এক দিনমজুর ও কুড়িগ্রাম সদর উপজেলার আট বছর বয়সের এক শিশু রয়েছে।

আজ সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ থেকে পাঠানো করোনা পরীক্ষার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

1h ago