দেশে করোনায় প্রথম কারাবন্দির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিলেট কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
Corona Dead Body
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিলেট কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর নমুনা পরীক্ষা করে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত রোববার থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল।’

আব্দুল জলিল আরও বলেন, ‘গত ৫ মার্চ একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে আসেন ওই ব্যক্তি। ৭ মে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে রাখা হয়। পরদিন তাকে কারা হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে নেওয়া হয়। করোনার উপসর্গ দেওয়ায় তাকে সে দিনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ মে তার মৃত্যু হয়। গতকাল তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসে।’

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি কারাগারের ভেতরেই সংক্রমিত হয়েছেন। কারাগারের একটি ব্লক আপাতত লকডাউন করা হয়েছে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ৮৬ বন্দিকে আলাদা ভবনে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আমি নিজেও কোয়ারেন্টিনে আছি। কারা হাসপাতালের সহকারী সার্জনসহ মোট ২৪ জন স্টাফ ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সবার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে’— বলেন তিনি।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ শুরুর পরই আমরা কারাগারে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছি। বন্দিরা যেন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাই মোবাইল ফোন বুথ চালু করা হয়েছে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago