টাঙ্গাইলে নতুন শনাক্ত ৪, খোঁজ মিলছে না করোনা আক্রান্ত ১ নারীর
টাঙ্গাইলে মা-ছেলেসহ নতুন করে আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ জনে।
জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, গতকাল সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালে সেগুলোর ফলাফলে চার জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। চার জনের মধ্যে তিন জন দেলদুয়ার উপজেলার ও একজন সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় জানান, আজ নমুনা পরীক্ষায় জানা গেছে সদর উপজেলার ২১ বছর বয়সী এক নারী আক্রান্ত হয়েছেন। তিনি জেলার বাইরে অন্য কোথাও নমুনা দিয়েছিলেন। তার দেওয়া ঠিকানায় উল্লেখ আছে তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে। সেখানে তার খোঁজ চলছে। তিনি যে ফোন নম্বর দিয়েছিলেন সেটা বন্ধ আছে।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, দেলদুয়ার উপজেলায় আক্রান্ত তিন জনের মধ্যে একই পরিবারের দুজন (মা ও ছেলে) রয়েছেন। তাদের বাড়ি দেওলী গ্রামে। আক্রান্ত ওই নারীর বড় ছেলে গত সপ্তাহে ঢাকা থেকে বাড়ি আসেন। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। এর প্রেক্ষিতে গতকাল তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার করা হলে দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে তাদের কোনো উপসর্গ ছিল না।
তিনি আরও জানান, উপজেলায় আক্রান্ত আরেকজন পার্শ্ববর্তী ফলবর্শা গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে তিনি করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফিরেছে।
Comments