করোনায় দেশে আরও ১১ জনের মৃত্যু, মোট শনাক্ত ১৬ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৫০। এ ছাড়া, আক্রান্ত আরও ৯৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জনকে শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৫০। এ ছাড়া, আক্রান্ত আরও ৯৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন একটিসহ মোট ৩৮টি ল্যাবে ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৬৯ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। মারা গেছেন আরও ১১ জন। তাদের মধ্যে সাত জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে ৮১-৯০ বছর বয়সের মধ্যে একজন, ৭১-৮০ বছর বয়সের মধ্যে দুজন, ৬১-৭০ বছর বয়সের মধ্যে পাঁচ জন এবং ৫১-৬০ বছর বয়সের মধ্যে তিন জন ছিলেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৫০ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

37m ago