টাঙ্গাইলে প্রাইভেট কারের চাপায় স্কুল শিক্ষক নিহত

টাঙ্গাইলের সখিপুরে প্রাইভেট কারের চাপায় মো. রেজাউল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বোয়ালীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
accident_10_10_0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের সখিপুরে প্রাইভেট কারের চাপায় মো. রেজাউল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বোয়ালীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে এবং বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, ঘাতক প্রাইভেট কার ও তার চালককে আটক করা হয়েছে।

জানা যায়, আজ সকাল পৌনে ৯টার দিকে বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. রেজাউল ইসলাম বোয়ালীবাজারে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

US delegation’s visit: Dhaka, Washington to have ‘multi-dimensional’ talk

US Assistant Secretary Donald Lu, who is now visiting New Delhi, will travel to Bangladesh as part of the delegation

25m ago