বরগুনা জেলা ক্রীড়া সংস্থার ‘উপহার’ পেলেন ক্রীড়াবিদ-সংগঠকরা

প্রায় দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা।
barguna
ছবি: স্টার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া প্রায় দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার দুপুরে বরগুনা স্টেডিয়ামে ক্রীড়াবিদ ও সংগঠকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাইন বিল্লাহ।

উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে দশ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, গুড়া দুধ, সেমাই ও সাবান দেওয়া হয়েছে।

এ সময় বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বলেন, ‘অসহায় ক্রীড়াবিদ ও সংগঠকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা সবসময় তাদের পাশে থাকবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে দাঁড়াতে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। এরই ধারাবাহিকতায় করোনার এই চরম ক্রান্তিলগ্নে নিজেদের সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now