চট্টগ্রামে একই পরিবারের ১০ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একই পরিবারের ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার পৌর এলাকার ওই পরিবারের বড় ছেলের গত ৬ মে করোনা শনাক্ত হয়। তিনি নগরীর বহদ্দারহাট এলাকায় থাকেন এবং সপ্তাহখানেক আগে পটিয়ার বাড়িতে গিয়েছিলেন।'
ইউএনও জানান, একজনের করোনা শনাক্তের পর ওই বাড়ি লকডাউন করে দেওয়া হয় এবং পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়।
তিনি বলেন, 'সেখান থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে রিপোর্ট আসে। সেখানে ওই পরিবারের আরও ৯ সদস্যের করোনা শনাক্তের কথা বলা হয়।'
নতুন শনাক্ত হওয়া সদস্যদের মধ্যে সাড়ে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।
তারা আগে থেকেই বাড়িতে আইসোলেশনে ছিলেন এবং বাড়িতে থেকেই তারা চিকিৎসা নিচ্ছেন বলে জানান ইউএনও।
Comments