কোয়ারেন্টিন থেকে পালাতে সহায়তার অভিযোগে ছাত্রলীগ সদস্য কারাগারে

বান্দরবানে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে একজনকে পালাতে সহযোগিতা করার অভিযোগে ছাত্রলীগের এক সদস্যকে তিন মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালত ছাত্রলীগ সদস্য মাহমুদুর রহমান চৌধুরী মহিনকে গতকাল সোমবার রাতে এই শাস্তি দিয়েছেন।

ইউএনও দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতেই অভিযুক্ত মাহমুদুর রহমান চৌধুরীকে কারাগারে পাঠানো হয়।’

যোগাযোগ করা হলে হাসপাতালের আবাসিক কর্মকর্তা ড. প্রত্যূষ পাল ত্রিপুরা বলেন, ‘আমরা ধারণা করছি, গতকাল রাত ৮টার দিকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা মো. আবসার নামে একজন পালিয়েছেন। মহিন ছিলেন তার স্থানীয় অভিভাবক।’

বান্দরবান জেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ বড়ুয়া বলেন, ‘মহিন জেলা ছাত্রলীগের সদস্য।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ বলেন, ‘যে পালিয়েছে সে মহিনের বিকাশ কাস্টমার কেয়ারের একজন কর্মচারী।’

‘হাসপাতাল থেকে যদি কেউ পালায়, তাহলে সেটি হাসপাতাল প্রশাসনের ব্যর্থতা’, বলেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

Comments

The Daily Star  | English
Israel's attack on Iran 2025

Iran state TV hit in Israeli attack on Tehran, resumes broadcast soon after

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

15m ago