করোনায় আনসার-ভিডিপির ১ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৬৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (বিএভিডিপি) এক সদস্য মারা গেছেন। এখন পর্যন্ত বাহিনীর ১৬৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএভিডিপি’র একজন উপপরিচালক।
ansar-vdp-logo-1.jpg

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (বিএভিডিপি) এক সদস্য মারা গেছেন। এখন পর্যন্ত বাহিনীর ১৬৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএভিডিপি’র একজন উপপরিচালক।

বিএভিডিপি’র উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জাতীয় সংসদ ভবনে দায়িত্বপালনকালে ৫৮ জন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সঙ্গে দায়িত্বপালনকালে ৪৩ জন এবং আনসার সদর দপ্তর ও বিভিন্ন জেলায় দায়িত্বপালনকালে ৪৩ জন করোনায় আক্রান্ত হন।’

তাদের মধ্যে এ পর্যন্ত ১১ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ডিএমপির ভাটারা থানায় দায়িত্বরত আনসার সদস্য আবদুল মাজেদ করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মে মারা যান।

আক্রান্তদের সংস্পর্শে আসা বা করোনা উপসর্গ থাকায় ইতোমধ্যে ৪৩৫ জন বিএভিডিপি সদস্যকে নিজ বাড়ি, কর্মস্থল এবং হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago