যে কারণে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখেন ক্লপ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে আছে সারা বিশ্বের ফুটবল। তবে এ নিয়ে আলোচনা থেমে নেই। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা তাই নিয়ে। আর এ আলোচনায় নতুন করে যোগ দিলেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। দুইজনকেই সেরা মানলেও কিছুটা এগিয়ে রাখছেন মেসিকে। আর কেন আর্জেন্টাইন তারকাকে বেশি এগিয়ে রাখছেন সে যুক্তিটাও তুলে ধরেছেন বর্তমান বিশ্বের সেরা এ কোচ।
messi and ronaldo
ফাইল ছবি: এএফপি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে আছে সারা বিশ্বের ফুটবল। তবে এ নিয়ে আলোচনা থেমে নেই। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, তাই নিয়ে। আর এ আলোচনায় যোগ দিলেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। দুইজনকেই সেরা মানলেও কিছুটা এগিয়ে রাখছেন মেসিকে। আর কেন আর্জেন্টাইন তারকাকে বেশি এগিয়ে রাখছেন সে যুক্তিটাও তুলে ধরেছেন বর্তমান বিশ্বের সেরা এ কোচ।

গত এক যুগেরও বেশি সময় সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাচ্ছেন মেসি ও রোনালদো। গত এক যুগে দুজনে মিলে ব্যালন ডি’অর জিতেছেন ১১টি। মেসি জিতেছেন রেকর্ড ছয়বার। রোনালদোর দখলে পাঁচটি। তাই স্বাভাবিকভাবেই তাদের দ্বৈরথ ফুটবল ইতিহাসের সবচেয়ে চর্চিত বিষয়ের একটি। কে সেরা এ প্রশ্নের উত্তর দিতে তাই হিমশিম খেয়ে যান ফুটবল বোদ্ধারাও। তবে ক্লপ নিজের যুক্তিটা তুলে ধরেছেন একটু ভিন্নভাবেই।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার রোনালদোর শারীরিক গঠন একজন খেলোয়াড়ের জন্য উপযুক্ত। ক্লপের মতে, এর চেয়ে ভালো হওয়া কোনো ক্রমেই সম্ভব না। অর্থাৎ ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ নিয়ে জন্ম নিয়েছেন রোনালদো। অন্যদিকে রোনালদোর চেয়ে ৫ ইঞ্চি খাটো মেসির শারীরিক গঠনে রয়েছে বেশ ত্রুটি। হরমোন জনিত সমস্যায় সারা জীবনই তাকে নির্ভর করতে হচ্ছে ওষুধের উপর। দেখতে আট দশটা সাধারণ মানুষের মতোই গঠন।

আর এ দিকগুলো বিবেচনা করেই মেসিকে এগিয়ে রেখেছেন ক্লপ। সম্প্রতি ইউটিউব চ্যানেল ফ্রিক্রিকার্জকে মেসি-রোনালদোর মধ্যে কে সেরা প্রসঙ্গে এ জার্মান কোচ বলেন, 'আমার জন্য মেসি, তবে আমি রোনালদোকে এর চেয়ে বেশি প্রশংসা করতে পারছি না।'

'ব্যাখ্যাটাও দেওয়া হলো: আমরা এরমধ্যেই এ দুইজনের বিপক্ষে খেলে ফেলেছি এবং দুইজনকেই আটকানো অনেকটাই অসম্ভব। কিন্তু মেসির জন্মের পর থেকে শারীরিকভাবে একটু পিছিয়ে। যদি আপনি একজন নিখুঁত খেলোয়াড়ের ছবি আঁকেন, তাহলে অবশ্যই সেটা রোনালদোর উচ্চতার হবে, তার মতো লাফ দিতে পারা এবং দ্রুত ও উঁচুতে দৌড় দিতে পারাও। এবং এরসঙ্গে অবশ্যই যোগ হবে তার পূর্ণ মনোভাব- যেটা শতভাগ নিখুঁত ও পেশাদার। এরচেয়ে ভালো কিছু হতে পারে না।'

'এবং অন্যদিকে মেসি ছোটখাটো, যাকে দেখে সব কিছুই সাধারণ মনে হয় এবং এ জন্যই আমি মাঠে আমি তাকে খেলোয়াড় হিসেবে একটু বেশি পছন্দ করি। তবে ক্রিস্তিয়ানোও দারুণ একজন খেলোয়াড়।'

মেসিকে একটু এগিয়ে রাখলেও দুইজনই যে বর্তমান বিশ্বের অবিস্মরণীয় খেলোয়াড় তাও বলেছেন ক্লপ, 'দুইজনের মধ্যে একটা ব্যাপার সাধারণ, সেটা হলো দুইজনই বছরের পর বছর পদচিহ্ন রেখে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

59m ago