চাঁদপুরে আরও ১২ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬০ জনের। এরমধ্যে ৪ জন মারা গেছেন ও ১২ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ৪৪ জন চিকিৎসাধীন আছেন।
আজ বুধবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নতুন করে জেলার ১০১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। এরমধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১২ জনের ও নেগেটিভ এসেছে ৮৯ জনের।’
গতকাল করোনার চিকিৎসায় নতুন করে চাঁদপুরে পদায়নকৃত ১৪ জন চিকিৎসক সিভিল সার্জন অফিসে যোগদান করেছেন। এছাড়া আরও ১১ জন নার্সের আজ যোগদানের কথা আছে।
সিভিল সার্জন জানান, নতুন পদায়নকৃত চিকিৎসক ও নার্স সবাই ২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগী চিকিৎসাসেবায় নিয়োজিত থাকবেন।
Comments