অর্থনীতি রক্ষায় ২০ লাখ কোটি রুপির প্যাকেজ ঘোষণা মোদির

Narendra Modi.JPG
নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কবল থেকে দেশের অর্থনীতিকে রক্ষায় ২০ লাখ কোটি রুপির বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন।

এসময় মোদি বলেন, ‘এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভরশীল ভারতকে এগিয়ে দেবে। সব প্যাকেজ একসঙ্গে করলে ২০ লাখ কোটি রুপির মত হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লাখ কোটি রুপির প্যাকেজ আত্মনির্ভরশীল ভারত অভিযানকে নতুন গতি দেবে।’

লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়ে মোদি আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন- করোনাভাইরাস আরও কিছুদিন এখানে থাকবে। তাই বলে আমাদের জীবনকে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করুক, এটা হতে দিতে পারি না। আমাদের এর সঙ্গেই বাঁচতে হবে। আমরা মাস্ক পরব এবং শারীরিক দূরত্ব বজায় রাখব, তবে আমাদের স্বপ্নগুলোকে কিছুতেই ত্যাগ করব না।’

এনিডিটিভি জানিয়েছে, ভারতের জনসংখ্যা ১৩৩ কোটি হিসেবে ধরলে প্রত্যেকের ভাগে ১৫ হাজারের কিছু বেশি রুপি পড়বে।

আজ বুধবার বিকালে বিশেষ এই আর্থিক প্যাকেজ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago