পুলিশ, র্যাব, সেনাসদস্যদের দেড় লাখ মাস্ক, ৩০০০ পিপিই দিল গ্রামীণ টেলিকম
করোনা পরিস্থিতিতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যদের ১ লাখ ৫২ হাজার পিস মাস্ক ও ৩০০০ হাজার পিপিই দিয়েছে গ্রামীণ টেলিকম।
করোনা মোকাবিলায় সম্মুখসারিতে থেকে যারা দায়িত্ব পালন করছেন তাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা হিসেবে এসব সামগ্রী দেওয়া হয়েছে বলে আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই মহামারি পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে জনগণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে নিরুৎসাহিত করা, স্বাস্থ্য সচেতন করা, ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের মরদেহ দাফন ইত্যাদি কাজে দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যে মহৎ দায়িত্ব পালন করে যাচ্ছেন তা অব্যাহত রাখতে তাদের নিজস্ব অবস্থানে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি।
স্বাস্থ্য সুরক্ষায় পুলিশ বাহিনীকে ৩ হাজার পিস পিপিই, ৫০ হাজার পিস ডিসপোজেবল মেডিকেল মাস্ক ও ২ হাজার পিস কেএন-৯৫ মাস্ক, সেনাবাহিনীকে ৫০ হাজার পিস ডিসপোজেবল মেডিকেল মাস্ক এবং র্যাব সদস্যদের ৫০ হাজার পিস ডিসপোজেবল মেডিকেল মাস্ক সরবরাহ করা হয়েছে বলা জানিয়েছে গ্রামীণ টেলিকম।
Comments