রাতে মুক্ত ‘অ্যান এসকেপিস্ট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যান এসকেপিস্ট’ প্রচারিত হবে আজ বুধবার রাত আটটায়। অনিমেষ আইচের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজনা, পরিচালনা,কাহিনী, চিত্রনাট্য ও নির্মাতা অনিমেষ আইচ।
অনিমেষ আইচ। ছবি: স্টার

মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যান এসকেপিস্ট’ প্রচারিত হবে আজ বুধবার রাত আটটায়। অনিমেষ আইচের  নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে।  ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজনা, পরিচালনা,কাহিনী, চিত্রনাট্য ও নির্মাতা অনিমেষ আইচ।

এতে অভিনয় করেছেন দীপক সুমন, ফকরুজ্জামান, নূরন্নাহার বেবী, শিশুশিল্পী নৈঋতা ও রুসমিলা।

অনিমেষ আইচ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মানুষকে ক্রমেই দূরে থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু, কখনোই কী আমরা কাছে ছিলাম? আমরা শুধু পাশ কাটিয়ে যেতেই ভালোবাসি। যতক্ষণ না বিপদ এসে আমাদের গায়ে আছড়ে পড়ছে, ততক্ষণ আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখি। আমরা পাশ কাটিয়ে চলেছি সবকিছু। তেমনি একজন মানুষের গল্প নিয়ে 'অ্যান এসকেপিস্ট'। আশা করছি দর্শকদের এটি ভালো লাগবে।’

আইফোনে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যধারণ করেছেন মীর হান্নান। কালার, এডিট ও মিউজিক করেছেন রাকিব রানা। আর এটি প্রযোজনা করেছে  স্কয়ার ফিল্ম কোম্পানি।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

53m ago