বাংলাদেশে দর্শকশূন্য মাঠে খেলতে চান দু প্লেসি

Tamim Iqbal & faf du plessis

করোনাভাইরাসের কারণে দর্শকশূন্য মাঠে খেলা চালু নিয়ে আলাপ চলছে। তাতে অনেক ক্রিকেটারই জানাচ্ছেন আপত্তি। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি বাংলাদেশ ও ভারতে খেলতে চান দর্শকশূন্য মাঠে। তার পেছনে অবশ্য আছে এক মজার কারণ।

বুধবার রাতে তামিম ইকবালের সঙ্গে সরাসরি অনলাইন আড্ডায় যোগ দেন এই প্রোটিয়া ডানহাতি ব্যাটসম্যান। হালকা মেজাজে দুজনের আলাপে উঠে আসে বিবিধ বিষয়।

করোনাভাইরাসে দুই দেশের পরিস্থিতি জানার পাশাপাশি তারা খোঁজখবর নেন একে অপরের। এক পর্যায়ে দু প্লেসি তামিমকে জিজ্ঞেস করেন, ‘দর্শকশূন্য মাঠে খেলতে কেমন লাগবে তোমার?’

তামিম জবাবে বলেন, ‘এটা আমি একদমই পছন্দ করব না। মনে হবে, জাস্ট সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের মতো।’

বিদেশি দলগুলো বাংলাদেশে খেলতে এলে বিপুল পরিমাণ দর্শকের চাপও সহ্য করতে হয়। বাংলাদেশের ক্রিকেটাররা অনেক সময় বলেন, ম্যাচ জিততে না-কি গ্যালারির দর্শকরা দ্বাদশ ব্যক্তির ভূমিকা নেন।

এটা খুব ভালো জানা আছে দু প্লেসির। মজা করেই তাই তার চাওয়া, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ ও ভারতে দর্শকশূন্য মাঠে খেলা উচিত (হাসি)।’

তামিমের জবাব, ‘এটা হয়তো তোমাদের পক্ষে চলে যাবে।’

তবে দুজনেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রশংসা করেন। দু প্লেসির মতে, দর্শকদের কারণেই বাংলাদেশে খেলাটা কঠিন, ‘খেলাটা কঠিন তোমাদের ওখানে। দর্শকরা তুমুল উন্মাদনা তৈরি করে।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিমও যথারীতি নিজেদের দর্শকদের প্রতি জানান ভালোবাসা, ‘আমাদের দর্শকরা খুবই আবেগী, খুবই নিবেদিত, খুবই ভালো।’

Comments

The Daily Star  | English

Dengue in Ctg: Female fatalities twice as high as male

Experts attribute this disparity to factors such as delayed hospitalisation, anaemia, low blood pressure, and comorbidities

1h ago