ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ঢাকাফেরত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার দিনগত রাত ২টার দিকে তিনি ঢাকা থেকে কাশিপুর গ্রামে যান। পরে আজ ভোর ৫টার দিকে তিনি মারা যান।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. সুলতান আহমেদ।
মারা যাওয়া ব্যক্তির ছোট ভাই জানান, তারা দুই ভাই একসঙ্গে ঢাকার যাত্রাবাড়ীর একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। তার ভাই দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। হঠাৎ গত ৮ মে তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর ১০ মে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গতকাল রাত ২টার দিকে অ্যাম্বুলেন্সে কালীগঞ্জ যান। সেখানেই আজ ভোর ৫টার দিকে তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির শ্যালকের ছেলে জানান, গতকাল দিনগত রাতে ওই ব্যক্তি ঢাকা থেকে তাদের বাসায় গিয়েছেন। তার সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। আজ সকালে তাকে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, ভোর ৫টার দিকে তিনি মারা যান। পরে, সকালে হাসপাতাল থেকে কয়েকজন এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।
আরএমও ডা. সুলতান আহমেদ বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।’
Comments