স্বাস্থ্যবিধি না মানায় খুলনায় আগামীকাল থেকে মার্কেট বন্ধ

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলায় খুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকানপাট আগামীকাল শুক্রবার সকাল থেকে আবার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলায় খুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকানপাট আগামীকাল শুক্রবার সকাল থেকে আবার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল গত ৯ মে থেকে চালু করার নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু, বাস্তব অবস্থাতে দেখা গেছে, প্রতিটি স্থানে মানুষের উপচে পড়া ভিড়। অসচেতনতা ও অবহেলার কারণে নির্দেশনামা যথাযথভাবে পালন করা হচ্ছে না।

ফলে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষি পণ্য পরিবহনের যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান এর আওতামুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

12h ago