ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কুড়িগ্রামে স্বজনদের মানববন্ধন
ভারতে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে লকডাউনে আটকেপড়া ২৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা। আজ দুপুরে শহরের কলেজ মোড়ে মানববন্ধন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তারা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের সবার বাড়ি চিলমারী উপজেলার রমনা ব্যাপারী পাড়ায়। ভারতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে তাদের গ্রামের মোট ২৬ জন আসামের জোড়হাট জেলায় যায়। এর মধ্যে লকডাউন শুরু হলে তারা সেখানেই আটকে পড়েন। ভারতে দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিন গত ৩ মে তারা জোড়হাট থেকে বুড়িমারির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় পুলিশ তাদের মাঝপথ থেকেই ফিরিয়ে দেয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, যারা আটকে পড়েছেন তারা সবাই বাড়ি ফিরতে ব্যাকুল হয়ে পড়েছেন। তাদের কাছে টাকা যা ছিল তা এতদিনে ফুরিয়ে গেছে। আর বাংলাদেশ থেকে টাকা পাঠানোর কোনো উপায় নেই। আমরা চাই সরকার যেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
Comments