করোনা জয় করে সুস্থ হয়েছেন আরও ১২ পুলিশ সদস্য
করোনা আক্রান্ত আরও ১২ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তারা আজ বৃহস্পতিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ত্যাগ করেছেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
আজ বৃহস্পতিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ১২ জনের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। টেস্টে দুবারই তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সেবার জন্য ‘বিশেষ টিম’ গঠন করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
Comments