কাল থেকে নড়াইলে নিত্যপণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
নড়াইলে আগামীকাল শুক্রবার থেকে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ করোনার সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ওই সভা অনুষ্ঠিত হয়। পরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
জেলা প্রশাসক আনজুমান আরা স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ প্রতিরোধে আগামী কাল শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঈদ সামনে রেখে শর্ত সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছিল সরকার। তবে, ৯০ শতাংশ ক্ষেত্রে সেসব শর্ত অবহেলা করা হয়েছে। তাই আবারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।
তবে, জরুরি পণ্য, নিত্যপণ্য এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে আজ নড়াইলের কালিয়া উপজেলায় আরও এক জনের করোনা শনাক্ত হয়েছে। নড়াইলের সিভিল সার্জন ডা আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
Comments