রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নার্স ও আয়াসহ আরও ১০ জনের করোনা শনাক্ত
পার্বত্য জেলা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নার্স ও আয়াসহ জেলায় নতুন করে আরও ১০ জন করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মো. মোস্তাফা জানান, ‘গত ৯ মে করোনার উপসর্গ জ্বর ও কাশিতে আক্রান্ত ব্যক্তিদের থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং চট্টগ্রামের ভেটেনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালের এক নার্স ও এক আয়া, জুড়াছড়ি উপজেলার ছয় জন, এবং লংগদু উপজেলারে দুই জন আছেন।’
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ জেলা থেকে ৫১১ টি নমুনা পাঠানো হয়েছে। সেখান থেকে ৩৭৩ টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৪ জন।
গত ৬ মে রাঙ্গামাটিতে প্রথম চার করোনা রোগী শনাক্ত হন, এরপরে ১২ মে এক জন, ১৩ মে নয় জন এবং আজ ১০ জন শনাক্ত হয়েছে।
Comments