পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড়ে মৌমাছির কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া এগারটার দিকে সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভগলু মোহাম্মদ (৭০) ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘সকালে ভগলু মোহাম্মদ নাতনির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কয়েকশ গজ যেতেই হঠাৎ এক ঝাঁক মৌমাছি তার উপর আক্রমণ করে । এ সময় তিনি মৌমাছির কামড়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন জানান, হাসপাতালে আসার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
Comments