ফরিদপুরে নার্সসহ ৪ জনের করোনা শনাক্ত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সসহ চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত হলো।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সসহ চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত হলো।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের দুই জনের বাড়ি সদরপুর উপজেলায় ও একজনের বাড়ি বোয়ালমারীতে। 

সিভিল সার্জন আরও বলেন, ফরিদপুর মেডিকেল ল্যাবে নমুনা পরীক্ষায় রাজবাড়ী ও গোপালগঞ্জের আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রাজবাড়ীতে পাঁচ বছরের সন্তানসহ বাবা-মায়ের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, রাজবাড়ীর তিনজনের চিকিৎসা ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে হবে। মুকসুদপুরের করোনা আক্রান্তের জন্য ব্যবস্থা নিতে ওই সেখানকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago