পাবনায় জলাশয় থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
পাবনার সুজানগরের হাসামপুর গ্রামের জলাশয় থেকে আজ শুক্রবার দুপুরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই কিশোরীকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ জলাশয়ে ফেলে রেখে গেছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দৌজা ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয়রা জলাশয় সংলগ্ন ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বদরুদ্দৌজা আরও জানান, মেয়েটির বয়স আনুমানিক ১৫ বছর। তাকে ২/৩ দিন আগে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। পুলিশ কিশোরীর পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে।
Comments