ময়মনসিংহে ডিবির অভিযানে ৪ মাদক চোরাকারবারি আটক
ময়মনসিংহ শহরের দিগারকান্দা ও চায়না মোড়ে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের পরে তাদেরকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠান
আজ শুক্রবার জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমার নির্দেশে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শহরের দিগারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’
ডিবি পুলিশের আরেকটি দল এসআই মো. আলাউদ্দিন বাদলের নেতৃত্বে আজ সকাল ১০টার সময় কোতোয়ালী থানাধীন চায়না মোড়ে থেকে মাদকসহ দুইজনকে আটক করে। পুলিশ তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।
ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘এই চারজন একাধিক মাদক মামলার আসামী। আজ শুক্রবার দুপুরে তাদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে।’
Comments