চট্টগ্রামে ২ পোশাকশ্রমিকের করোনা শনাক্ত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) দুই পোশাক কারখানার দুজন শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের একজনকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও অপরজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কারখানা দুটির আরও ছয় শ্রমিককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সিইপিজেড’র মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
ওই দুই শ্রমিকের একজন সিইপিজেডে অবস্থিত ইয়াংওয়ান ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড ও অপরজন এইচকেডি ইন্টারন্যাশনাল লিমিটেডে কর্মরত বলে জানান তিনি।
খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল ওই দুই শ্রমিকের করোনা আক্রান্ত হওয়ার তথ্য পাওয়ার পর আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। হাসপাতালে ভর্তি করানোর পাশাপাশি তাদের আর্থিক সাহায্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।’
করোনার লক্ষণ থাকায়, ওই দুই কারখানার ছয় শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে ও তাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
Comments