রাজবাড়ীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমরান শেখ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরান শেখ রাজবাড়ী সদরের চর চাঁদপুর গ্রামের আবদুল হাই শেখের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী।
তিনি বলেন, ‘গান্ধিমারা এলাকায় একটি ট্রাক ইমরান শেখের ইজিবাইকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই চালক ইমরানের মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে। কিন্তু, ট্রাকচালক পালিয়ে যায়।’
Comments