লালমনিরহাটে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২২ জনের করোনা শনাক্ত হলো।

আজ শনিবার দুপুরে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ সকালে জেলার ছয় জনের করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। এরমধ্যে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্স, এক স্বাস্থ্যকর্মী, এক অফিস সহকারী ও একজন স্বেচ্ছাসেবী টেকনোলজিস্ট রয়েছেন। এ ছাড়া, আদিতমারীর আরও এক জন ও হাতীবান্ধা উপজেলার এক জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ মোট ২২ জনের করোনা শনাক্ত হলো।’

সিভিল সার্জন জানান, আদিতমারীতে এখন পর্যন্ত ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে একটা বড় অংশ উপজেলার স্বাস্থ্যকর্মী।

জেলার সদর ও পাটগ্রাম উপজেলার তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago