কক্সবাজারে আরও ১ রোহিঙ্গাসহ ২৪ জনের করোনা শনাক্ত
কক্সবাজারে আজ আরও এক রোহিঙ্গাসহ মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আজ শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা।
এই নিয়ে পাঁচ জন রোহিঙ্গার করোনা শনাক্ত হলো বলে জানান ডা. বড়ুয়া।
এ ছাড়া, চকরিয়া উপজেলার আট জন, কক্সবাজার সদরের ছয় জন, পেকুয়ার একজন, উখিয়ার সাত জন ও বান্দরবান জেলার লামা উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, কক্সবাজারে এ পর্যন্ত মোট তিন হাজার ৮৩২ জনের নমুনা পরীক্ষায় আজ পর্যন্ত ১৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৭১ জন কক্সবাজার জেলার বাসিন্দা।
Comments