দেশের বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে মানুষের জন্য ফাউন্ডেশনের শোক
দেশের বরেণ্য ব্যক্তিদের একে একে মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের অবদান।
আজ রোববার এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশে আজ মারা গেলেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মমতাজ বেগম। এর আগে চলে গেলেন বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক এবং একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, দেশবরেণ্য সুরকার আজাদ রহমান এবং স্থপতি জামিলুর রেজা চৌধুরী।
এই মহান ব্যক্তিদের মৃত্যুতে দেশ কৃতি সন্তানদের হারাল উল্লেখ করে বলা হয়, এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।
শোক বার্তায় বরেণ্য ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মানুষের জন্য ফাউন্ডেশন।
Comments