রাজধানীতে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের ধাওয়ায় দড়ি বেয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে মোহাম্মদ ইউনুস (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ইউনুস মেরুল বাড্ডা এলাকার বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।
তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় কিছু লোক জুয়া খেলছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে তারা ছাদ থেকে দড়ি বেয়ে নেমে যায়। কিন্তু, ইউনুস দড়ি বেয়ে নিচে নামার সময় পড়ে আহত হয়। পরে ইউনুসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments