দিঘা ও হাতিয়ার ওপর দিয়ে ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে যেতে পারে আম্পান
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, সুপার সাইক্লোন আম্পান গত ছয় ঘণ্টা ধরে প্রতি ঘণ্টায় ২২ কিলোমিটার উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র বর্তমানে পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
এটি অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে এই দুই অঞ্চলের মধ্যবর্তী স্থানে আঘাত হানতে যাচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়, আজ বুধবার বিকাল থেকে সন্ধ্যার দিকে দিঘা ও সুন্দরবন সংলগ্ন হাতিয়া দ্বীপের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। এসময় আম্পানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার থাকতে পারে এবং যা সর্বোচ্চ বেড়ে দাঁড়াতে পারে ১৮৫ কিলোমিটার।
আম্পানের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার নিম্নাঞ্চল ৪-৫ মিটার এবং পূর্ব মেদিনীপুরের নিম্নাঞ্চল ৩-৪ মিটার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
Comments