নারায়ণগঞ্জে বোনাস ও বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি: স্টার ফাইল ফটো

শতভাগ ঈদ বোনাস ও মে মাসের বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকার দুটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন।

আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে এনায়েতনগর এলাকায় ‘নিট ফেয়ার গার্মেন্টস’ ও আদমজী এলাকায় ‘ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেড’ নামে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার সামনে ওই বিক্ষোভ করেন। এর মধ্যে ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা সুমিলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটায় শিল্পপুলিশ, র‌্যাব ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

নিট ফেয়ার গার্মেন্টসের শ্রমিক শিহাব মিয়া বলেন, ‘মালিকপক্ষ ২৫ ভাগ ঈদ বোনাস দিবে আর মে মাসের বেতন পরিশোধ করবে না বলে ঘোষণা দিয়েছে। এরপর থেকেই শ্রমিকরা কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করে।’

ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেডএর শ্রমিকেরা জানান, ‘মালিকপক্ষ ঈদ বোনাস, মে মাসের বেতন ও মার্চ মাসের ওভারটাইম দেবে না বলে ঘোষণা দিয়েছে। এজন্য শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে শ্রমিকেরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করে। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে কারখানার সামনে আন্দোলন করে।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখে। পরে মালিকপক্ষে তাদের দাবি মেনে নিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। বিকেল পাঁচটায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ বলেন, ‘দুটি পোশাক কারখানায় বেতন ও পূর্ণ ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। দু’একদিনের মধ্যে শতভাগ ঈদ বোনাস ও ওভারটাইমের টাকা পরিশোধ করে দিবে। তবে, ঈদের পর মে মাসের বেতন পরিশোধ করবে। এতে শ্রমিকের শান্ত হয়ে বাসায় ফিরে যায়।’

নিট ফেয়ার গার্মেন্টস এর পরিচালক মো. রাসেল বলেন, ‘শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের শতভাগ ঈদ বোনাস পরিশোধ করা হবে। আর মে মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করা হবে।’

তবে, ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেডের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

14h ago