চাঁদপুরে মৃত বৃদ্ধ দম্পতি করোনা আক্রান্ত ছিলেন
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ১০ ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া বৃদ্ধ দম্পতিসহ আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে চাঁদপুর সিলিভ সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১০ ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া বৃদ্ধ দম্পতি রাবেয়া বেগম (৭৬) এবং তার স্বামী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পাটওয়ারী (৮৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে শহরে আরও ১০জনের করোনা শনাক্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন শনাক্তদের মধ্যে চাঁদপুর জেলা পরিষদ এক প্রশাসনিক কর্মকর্তা ও তার স্ত্রীসহ ৪ সন্তান আছেন। জোড় পুকুর পাড় এলাকার এক জন, বিপনীবাগ এলাকার এক জন, স্টেডিয়াম রোড এলাকার এক জন ও বেগম মসজিদ এলাকার এক জন আছেন।’
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হলো আট জন।
আরও পড়ুন
Comments