সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ স্বাস্থ্যকর্মীসহ পাবনায় আরও ৮ জনের করোনা শনাক্ত

পাবনায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় স্বাস্থ্য কর্মীসহ নতুন করে জেলায় আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৫ জনের করোনা শনাক্ত হলো।

পাবনায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় স্বাস্থ্য কর্মীসহ নতুন করে জেলায় আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৫ জনের করোনা শনাক্ত হলো।

আজ বুধবার পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় কর্মীসহ সাত জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিন নার্স, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও দুই জন স্বাস্থ্যকর্মী আছেন। এ ছাড়া হাসপাতালে কর্মরত একজনের মেয়ের করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্ত অপরজন ভাঙ্গুড়া উপজেলার ৩৩ বয়সী এক ব্যক্তি।’

উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন আব্দুল্লাহ জানান, গত ১০ মে সাঁথিয়া থেকে ৪৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়। তাদের মধ্যে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ৯ মে সাঁথিয়া হাসপাতালের এক ইপিআই টেকনিশিয়ানের করোনা শনাক্ত হয়। এরপরই হাসপাতালের সব কর্মীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় বলে জানান তিনি।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব বাড়ি থেকে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না।

উপজেলা প্রশাসন ওই পরিবারগুলোকে শুকনা খাবার সরবরাহ করেছে বলেও তিনি জানান।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago