করোনা মোকাবিলায় বাংলাদেশকে এআইআইবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ

করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় চীনের নেতৃত্বধীন এশীয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রথমবারে মতো বাংলাদেশের জন্যে ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা ঋণ অনুমোদন করেছে।
aiib

করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় চীনের নেতৃত্বধীন এশীয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রথমবারে মতো বাংলাদেশের জন্যে ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা ঋণ অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার ব্যাংকটির এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঋণ সরকার ক্ষুদ্র ও মধ্যম পর্যায়ের শিল্প বিশেষ করে, অপ্রাতিষ্ঠানিক সেক্টরে যারা চাকরি হারিয়েছেন, তাদের জন্য নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। যে কর্মসূচিতে রপ্তানিমুখী শিল্পে নারী শ্রমিকদের সহায়তা দেওয়া হবে।

এআইআইবি বলেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সমন্বয় করে এই ঋণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এর আগে এডিবি বাজেট সহায়তা ঋণ হিসেবে বাংলাদেশকে  যে ৫০০ মিলিয়ন ডলার অনুমোদন দেয় তা সরকারের কোষাগারে জমা হয়েছে।

Comments