পণ্যবাহী যানবাহনে যাত্রী না তুলতে হুঁশিয়ারি
পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করতে সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেছে সরকার। ঈদকে সামনে রেখে গত কিছুদিন ধরে ঢাকা থেকে লোকজনের বিভিন্ন জায়গায় যাওয়ার প্রবণতা দেখা যাওয়ার পর নিষেধাজ্ঞার কথা ফের স্মরণ করিয়ে দেওয়া হলো।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে আজ বলা হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হলে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে সরকার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আরও বলা হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকার পরও কৌশলে যাত্রী পরিবহন চলছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।
উল্লেখ্য, সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবেনা মর্মে নিষেধাজ্ঞা আরোপ করে।
Comments