ফরিদপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত

Corona test logo
প্রতীকী ছবি। সংগৃহীত

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১৮ জনের করোনা শনাক্ত হলো। আজ শুক্রবার ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফরিদপুরে নতুন করে যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ফরিদপুর সদরে রয়েছেন চার জন, বোয়ালমারী ও ভাঙ্গায় রয়েছেন তিন জন করে, নগরকান্দা ও চরভদ্রাসনে দুজন করে এবং মধুখালীতে একজনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, নতুন আক্রান্তের মধ্যে ফরিদপুর শহরের বাসিন্দা ৬৫ বছর বয়সের একজন মুক্তিযোদ্ধা রয়েছেন। তার সঙ্গে তার ৫৬ বছর বয়সী ভাইয়েরও করোনা শনাক্ত হয়েছে আজ।

আক্রান্ত ব্যাক্তিদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত কিংবা আগতদের সংস্পর্শে এসেছিলেন বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়।

ফরিদপুরে এ পর্যন্ত মোট শনাক্ত ১১৮ জনের মধ্যে বোয়ালমারীতে ৩১ জন, ফরিদপুর সদরে ২৭ জন, নগরকান্দায় ২১ জন, আলফাডাঙ্গায় ১৭ জন, ভাঙ্গায় নয় জন, চরভদ্রাসনে পাঁচ জন, সদরপুরে চার জন, মধুখালীতে তিন জন ও সালথায় একজন রয়েছেন।

যোগাযোগ করা হলে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  কারও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে।’

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago