লালমনিরহাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল হাসানের করোনা শনাক্ত হয়েছে। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে জিয়াউল হাসানের করোনা শনাক্তের কথা জানানো হয়।
তবে, আজ শুক্রবার দুপুরে বদলি হয়ে তিনি কালীগঞ্জ থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গিয়েছেন বলেও জানান সিভিল সার্জন।
তিনি বলেন, ‘রিপোর্ট পাওয়ার পরপরই ডা. জিয়াউল হাসানকে মোবাইলে জানানো হয়েছে। তাকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
Comments