করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদ আলম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংক ও দেশের শীর্ষ শিল্পগ্রুপ এস আলম গ্রুপের পরিচালক মোরশেদ আলম (৬৮) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রয়াত মোরশেদ আলম দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মোরশেদ আলমের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা মরদেহ পটিয়ার নিজ গ্রামের বাড়ি নিয়ে যান। রাতেই স্বাস্থ্যবিধি মেনে সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।’
পরিবার ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মে মোরশেদ আলমসহ একই পরিবারের ছয় জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। শুরুতে বাসায় থেকে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা যান তিনি। একই হাসপাতালে মোরশেদ আলমের আরেক ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Comments