গোল উৎসব করে শীর্ষস্থান মজবুত করল বায়ার্ন
বড় জয়ে জার্মান বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোল উৎসব করেছে টানা সাতবারের লিগ চ্যাম্পিয়নরা।
শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-২ গোলে জিতেছে বাভারিয়ানরা। স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন লিয়ন গোরেৎজকা, থমাস মুলার, রবার্ট লেওয়ানডস্কি ও আলফোনসো ডেভিস। অন্য গোলটি আত্মঘাতী।
দিনের আগের ম্যাচে ভলফসবুর্গকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এতে বায়ার্নের সঙ্গে দলটির পয়েন্টের ব্যবধান কমে হয়েছিল মাত্র ১। সেই চাপ সামলে হান্স ফ্লিকের দল দারুণ নৈপুণ্য উপহার দিয়েছে। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে তাদেরকে ভয় ধরিয়ে দিয়েছিল ফ্রাঙ্কফুর্ট।
২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে দুই নম্বরে থাকা ডর্টমুন্ডের অর্জন ৫৭ পয়েন্ট।
করোনাভাইরাসের কারণে দুই মাসের বিরতি শেষে গেল সপ্তাহে লিগ চালু হওয়ার পর এদিন নিজেদের মাঠে প্রথমবারের মতো খেলতে নামে বায়ার্ন। প্রথমার্ধেই তিনবার বল জালে পাঠিয়ে জয়ের রাস্তা অনেকটা পরিষ্কার করে ফেলে দলটি।
১৭তম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় বায়ার্ন। বাম প্রান্ত থেকে জার্মান ফরোয়ার্ড মুলারের ক্রসে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন স্বদেশি মিডফিল্ডার গোরেৎজকা। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৪১তম মিনিটে ডেভিসের ক্রসে জালের দেখা পান মুলার।
৪৬তম মিনিটে আবারও গোলের যোগান দেন কানাডিয়ান লেফট-ব্যাক ডেভিস। তার মাপা ক্রসে মাথা ছুঁইয়ে স্কোরলাইন ৩-০ করেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানডস্কি। চলতি লিগের সর্বোচ্চ গোলদাতার এটি ২৫ ম্যাচে ২৭তম গোল।
এরপর তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন অস্ট্রিয়ান ডিফেন্ডার মার্টিন হিন্টেরেগার। দুটি গোলেরই কারিগর বায়ার্নের সাবেক মিডফিল্ডার সেবাস্টিয়ান রোডা।
৬১তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ফের বায়ার্নকে চালকের আসনে বসিয়ে দেন ডেভিস। তার লক্ষ্যভেদে ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত হয়ে যায়। ৭৪তম মিনিটে হিন্টেরেগার নিজেদের জালেই বল পাঠালে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
Comments