ময়মনসিংহে চিকিৎসক-নার্সসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত
ময়মনসিংহে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ১৯২ জন।
আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি জানান, নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের দুই চিকিৎসক, ছয় নার্স ও ছয় স্বাস্থ্যকর্মী রয়েছেন।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জেলায় এখন পর্যন্ত শনাক্ত ৩৬৮ জনের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ১৯২ জন। এই ১৯২ জনের মধ্যে ১৩১ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের।’
তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলিয়ে শনাক্ত ১৩১ জনের মধ্যে চিকিৎসক ৪৪ জন, নার্স ৪৭ জন ও স্বাস্থ্যকর্মী ৪০ জন।
Comments