হাসপাতাল থেকে পালিয়ে নিজ বাড়িতে করোনা রোগী

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে কোভিড-১৯ পজিটিভ এক রোগী পালিয়ে গেছেন। আজ রোববার দুপুরে ভোলার জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে কোভিড-১৯ পজিটিভ এক রোগী পালিয়ে গেছেন। আজ রোববার দুপুরে ভোলার জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল দুপুর থেকে তাকে করোনা ওয়ার্ডে পাওয়া যাচ্ছিল না। পরে ভোলার দৌলতখান উপজেলায় তার সন্ধান পাওয়া যায়। হাসপাতাল থেকে পালিয়ে তিনি গ্রামের বাড়িয়ে চলে গিয়েছিলেন।

রতন কুমার ঢালী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে তিনি ১১ দিন ছিলেন এবং তার শারীরিক অবস্থা ভালো। বাড়িতে তিনি যেন আরও অন্তত সাত দিন আসোলেশনে থাকেন সে ব্যবস্থা করা হয়েছে।’

গত ১১ মে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই রোগী। সেদিনই তার নমুনা পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং রিপোর্টে দেখা যায় তিনি করোনা পজিটিভ। গত শনিবার দুপুরের দিকে স্বাস্থ্যকর্মীরা ওই রোগীকে ওষুধ দিতে করোনা ওয়ার্ডে যান। তখন তাকে খুঁজে পাওয়া যায়নি।

Comments