নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডে দোকানদারসহ চার জন দগ্ধ হয়েছেন।
আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার আড়াইহাজার বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর আলী (৫০), চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী (৪০), কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম মিয়া (৫২) ও রমজানের ছেলে ইব্রাহীম হোসেন (২৬)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. শাহজাহান হোসেন বলেন, ‘একটি তিনতলা ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকের ওপর চায়ের দোকানটি ছিল। সেই দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগেই সেফটিক ট্যাংকে কিছু গ্যাস জমা ছিল। পরে সেফটিক ট্যাংকের গ্যাসে আগুন ধরে যায়। এতে পুরো চায়ের দোকানে আগুন ছড়িয়ে পরে। ওই সময় দোকানদারসহ চার জন আগুনে দগ্ধ হয়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।’
‘স্থানীয়দের সহায়তায় দগ্ধ চার জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে’, যোগ করেন তিনি।
Comments