নোয়াখালীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ১ জনের মৃত্যু
নোয়াখালী সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাত ১০টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, ‘তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ৪-৫ বছর আগে বাড়িতে আসেন। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। তার বাড়ি নরোত্তমপুর ও চৌমুহনী পৌরসভার সীমান্ত এলাকায়। তিনি গত ৪-৫ দিন ধরে জ্বর-শ্বাসকষ্ট ও গলাব্যাথায় ভুগছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে রাত ৯টার দিকে তিনি মারা যান। আজ সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।’
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, ‘মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট নিয়ে শনিবার বিকালে তিনি হাসপাতালে ভর্তি হন। রাত ১০টার দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে এক নারীসহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চার জন। যার মধ্যে জেলার সদর উপজেলায় তিন জন ও সুবর্ণচরে একজন রয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৩৫৭ জন। বেগমগঞ্জে ১৭৯ জন, কবিরহাটে ৫৪ জন, সদরে ৪৪ জন, চাটখিলে ২৬ জন, সোনাইমুড়ীতে ১৮ জন, সুবর্ণচরে ১২ জন, সেনবাগে ১১ জন, কোম্পানীগঞ্জে সাত জন ও হাতিয়ায় ছয় জন রোগী রয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন সাত জন। সুস্থ হয়েছেন ২৭ জন।
Comments