কমলগঞ্জে সুন্ধি কচ্ছপ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার রাতে আদমপুর ইউনিয়নের ঘোরামারা গ্রাম থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে সুন্ধি কচ্ছপটিকে উদ্ধার করেছে বন বিভাগ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার রাতে আদমপুর ইউনিয়নের ঘোরামারা গ্রাম থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়।

আজ দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন কচ্ছপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করেন।

তিনি বলেন, বিরল প্রজাতির এই কচ্ছপটি সুন্ধি কচ্ছপ। এটির সারা গায়ে হলুদের মাঝে কালো কালো ফোঁটা রয়েছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম জানান, শনিবার গভীর রাতে কয়েকজন ঘোরামারা গ্রামের একটি জমি থেকে কচ্ছপটিকে ধরে। খবর পেয়ে, কচ্ছপটি উদ্ধার করে তিনি নিজের হেফাজতে নেন। আজ সকালে তিনি লাউয়াছড়া বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগে খবর দেন।

Comments

The Daily Star  | English

Prof Yunus set for crucial bilateral talks with Malaysian PM tomorrow

First visit to Bangladesh by foreign head of government since August 5

17m ago