উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
আজ সোমবার সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় উদযাপন করছে এই উৎসব।
তবে, মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিবারের মতো উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে না এবারের ঈদ। করোনাভাইরাসের মহামারির মধ্যে আসা ঈদে সবাইকে ঘরে বসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তিনি বলেছেন, ‘সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার খোলা মাঠে ঈদের জামাত না করে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জামাত করার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি নির্দেশনা মেনেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
Comments